• সর্বশেষ প্রকাশনা

    Wednesday, January 4, 2017

    রংপুরে ছাত্রাবাস বা মেসে অল্প খরচে সুন্দর ও মনোরম পরিবেশ থাকার সুব্যবস্থা



    আমার আজকের লেখাটি যারা রংপুরে ছাত্রাবাস বা মেস খুজছেন তাদের জন্য। প্রিয় ছাত্র বন্ধুগন আপনাদের মধ্যে যারা উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ এলাকা ছেড়ে রংপুরে থাকার চিন্তা করছেন তাদের জন্য সুব্যবস্থার লক্ষ্যে রংপুর মহানগরের প্রান কেন্দ্রে মেডিকেল কলেজের নিকটে আমাদের এই রংপুরে ছাত্রাবাস বা মেস।
    রংপুরে ছাত্রাবাস বা মেসের নামঃ মিল্লাত ছাত্রাবাস 
    রংপুরে ছাত্রাবাস বা মেসের প্রধান বৈশিষ্ট নিম্নে উল্লেখ করা হলঃ
    ♦ সুন্দর ও মনোরম পরিবেশ।
    ♦ সকল শিক্ষা প্রতিষ্টান একেবারে কাছে।
    ♦ অল্প খরচে থাকার সুব্যবস্থা।
    ♦ হিন্দু ও মুসলমান ছাত্রদের জন্য আলাদা থাকা ও খাওয়ার ব্যবস্থা।
    ♦ ১০০% নিরাপত্তা ও ধুম্পান মুক্ত পরিবেশ।
    ♦ সম্পুর্ন রাজনীতি মুক্ত পরিবেশ।
    ♦ পরিচালক দ্বারা সার্বোক্ষনিক মনিটরিং।
    ♦ চাহিদা অনুযায়ী সিংগেল ছিট, দুই সিট, ও তিন সিটের ব্যবস্থা আছে।
    ♦ লেন্দেনের ১০০% স্বচ্ছতার নিশ্চয়তা।
    নিয়মকানুন
    ♦ সকাল ৫.৩০ টা থেকে রাত ১২ টা পর্যন্ত প্রধান দরজা খোলা থাকে।
    ♦ এরপরও প্রয়োজন হলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বের হওয়ার ব্যবস্থা রয়েছে।
    ♦ পাশের বোডারের সমস্যা হয় এমন শব্দ বা উচ্চ শব্দে গান গাওয়া বা কথা বলা যায় না।
    ♦ মেসে অবস্থান কালে এক বোডার অপর বোডারের সাথে কথা কাটাকাটি, ঝগড়া বা মারামারি করতে পারবে না।
    ♦ তারপরও ঝামেলা হলে মেস কর্তৃপক্ষ এবং সিনিয়ার বোডারদের সহায়তায় উভয় পক্ষকে মিলিয়ে দেওয়া হয়।
    ♦ মেস কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যক্তিগত টিভি এবং কম্পিউটার ব্যবহার করা যায়।
    ♦ টাকা, মোবাইল এবং মূল্যবান সামগ্রী বোডারের নিজ দায়িত্বে রাখতে হয়।
    ♦ মেসে অবস্থান কালে সবসময় নিজ রুমের দরজা ভেতর থেকে বন্ধ রাখতে হয়।
    ♦ বাইরে গেলে অবশ্যই নিজ রুমে তালা দিয়ে যেতে হয়।
    সুযোগ সুবিধা
    ♦ এখানে কর্তৃপক্ষ থাকার খাট, টেবিল, চেয়ার দিয়ে থাকে।
    ♦ রুমগুলোতে প্রয়োজন মত সিলিং ফ্যান এবং লাইটের ব্যবস্থা করে থাকে মেস কর্তৃপক্ষ।
    ♦ এছাড়া কোন বোডার চাইলে নিজস্ব টেবিল ফ্যান ব্যবহার করতে পারে।
    ♦ রুমের  ফ্যান মেস কর্তৃপক্ষ সরবরাহ করে থাকে।
    ♦ বোডারকে তোষক বালিশ চাদর ও কম্বল সাথে করে নিয়ে আসতে হয়।
    ♦ বোডার চাইলে নিকটবর্তী জানালায় পর্দা লাগিয়ে নিতে পারে।
    ♦ কাপড় রাখা বা ঝুলানোর জন্য ঘরে লম্বালম্বি দড়ি টাঙ্গানো থাকে।
    ♦ এছাড়া বোডার চাইলে ওয়াল হাঙ্গার বা জায়গা থাকলে মেস কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আলনা ব্যবহার করতে পারে।
    ♦ রান্নার চুলা কর্তৃপক্ষ সরবরাহ করলেও থালা বাটি গ্লাস এবং পানির জগ বা বোতলের ব্যবস্থা বোডারকেই করতে হয়।
    ♦ ডাইনিং রুমে খাবার টেবিল এবং বসার জন্য লম্বা বেঞ্চের ব্যবস্থা করে দিয়ে থাকে মেস কর্তৃপক্ষ।
    ♦ এছাড়া কেউ চাইলে নিজের রুমে বসেও খাইতে পারে।
    ♦ মেসে নামাযের জন্য আলাদা ঘরের ব্যবস্থা থাকে। যেখানে থাকে না সেখানে নিজের রুমে নামায পড়তে হয়।
    ♦ মেসগুলোতে শিক্ষার্থী এবং চাকুরীজীবিদের থাকার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়।
    সিট ছাড়ার সময়
    ♦ কমপক্ষে ৩০ দিন আগে সিট ছাড়ার কথা মেস কর্তৃপক্ষকে জানাতে হয়।
    ♦ ঐ মাসে বোডারকে আর সিট ভাড়া দিতে হয় না।
    ♦ যদি সময় মত সিট ছাড়ার কথা কর্তৃপক্ষকে জানানো না হয় তবে সিট ভাড়া বাবদ অগ্রীম দেওয়া ১ মাসের টাকা সম্পূর্ণটা কেটে রাখে মেস কর্তৃপক্ষ।
    ♦ এছাড়া মেস ছাড়ার সময় খাওয়া, বুয়া, সিকিউরিটি, পেপার এবং অন্য কোন বিল বা পাওনা পরিশোধ করে মাসের শেষ দিন সিট ছেড়ে দিতে হয়।
    ♦ সিট ছাড়ার ঘোষনা দিয়ে পরে তা যদি কোন বোডার বাতিল করতে চায় তবে সেই সময় তাকে সঙ্গে সঙ্গে চলতি মাসের ভাড়া দিতে হয়।
    যোগাযোগ করুন
    মিল্লাত ছাত্রাবাস
    ধাপ সর্দার পাড়া রংপুর মহানগর
    মোবাইল নাম্বার- 01776970373

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel