• সর্বশেষ প্রকাশনা

    Saturday, January 28, 2017

    কিভাবে আপনার ওয়েবসাইট ফেসবুক ফ্রি বেসিকে সাবমিট করবেন ?? আর প্রতিদিন ফ্রিতেপাবেন হাজার ভিজিটর

    সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। internet.org হলো ফেসবুকের সারা বিশ্বে ফ্রি ইন্টারনেট সেবা দেয়ার প্ল্যাটফর্ম। বাংলাদেশে অনেক আগেই এটি চালু হয়েছে। অনেক ওয়েবসাইট এর মাধ্যমে ফ্রি ব্রাউজিং করা যায়। কিন্তু আপনি কি জানেন আপনার ওয়েবসাইটটিও এখানে লিস্টেড করা সম্ভব ? যদি আগেই জেনে থাকেন তবে ভালো, আর না জানলে এখান থেকে কিছু ধারনা নিতে পারবেন।

    প্রথমে যা করতে হবে, আপনাকে প্রথমে এখানে  ক্লিক করতে  হবে।  এর পর আপনার সামনে একটা সাবমিট ফর্ম আসবে।


    এখান থেকে সাবমিটে ক্লিক করলে নিচের ফর্ম টি ওপেন হবে।
    এখানে বিজনেস নেমে আপনার ওয়েবসাইটের নাম দিন। এর পর বাকি ঘর গুলি পুরন করুন। এবার দ্বিতীয় ধাপে আপনি নিচের মত করে পুরন করুন।
    ফর্মের ১ নম্বার ঘরে আপনার সাইটের নাম দিন। ২য় ঘরে ক্যাটাগরি, তৃতীয় ঘরে ব্যানার, এবং চতুর্থ ঘরে লোগো দিন। না ভাই কাজ শেষ হয়নাই। কাজ মাত্র শুরু। এবার নিচের ঘরে যান।


    এর পর প্রথম ঘরে সাইট নিয়ে ফেসবুক রিভিও টিমের কাছে যদি কোন রিকুয়েস্ট থাকে লিখবেন। এবার ২ য় ঘরে আপনার ওয়েবসাইট যোগ করুন। সেখানে কোন কোন দেশের ভাষা সাপোর্ট করবে সেটা ক্লিক করুন। আর আপনার সাইট মোবাইল ভিও সাপোর্ট করবে কিনা টেস্ট করতে পারবেন। এবার তৃতীয় ঘরে আবার সাইটের নাম দিন। চতুর্থ ঘরে সংক্ষিপ্ত এবং পঞ্চম ঘরে বিস্তারিত বিবরন দিন।

    এবং সর্বশেষ সাবমিট করুন।

    যে ধরনের সাইট বেশী আপ্রুভ হয় (আমার মতে)

    ১। ওয়াপকা দিয়ে বানানো সাইট।

    ২। যেহেতু আপনি বাংলাদেশ থেকে সাবমিট করবেন, তাই বাংলা ভাষার সাইট প্রাধান্য পাবে।

    ৩। ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো সাইট।

    ৪। ব্লগারে বেসিক থিমে বানানো সাইট।

    ৫। ব্লগারে কাস্টমাজ করা সাইট সাধারনত হয়না।

    টপ লেভেল ডোমাইনের প্রয়োজন নেই। .tk বা .ml ইত্তাদি দিয়েও হবে। সুধু আপনার সাইট টি মোবাইলে ব্যবহার উপজুগি হতে হবে।

    সাবমিট করা শেষ হলে এবার অপেক্ষার পালা। কয়েক দিনের মধ্যেই আপনার ঠিকানায় কনফার্ম মেইল আসবে। অথবা কেন কনফার্ম হলনা সেটার কারন জানবে।

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel